একচেটিয়া বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য সমূহ আলোচনা কর ।
চিত্র (১০,৯) একচেটিয়া বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য দেখানাে হলাে।অর্থনীতি বিষয় নিয়ে যারা পড়ালেখা করছেন তাদের জন্য একচেটিয়া বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য কিভাবে হয় সে প্রশ্নের উত্তর টি জানা থাকা দরকার । চিত্রে SAC এবং SMC যথাক্রমে উৎপাদকের গড় ও প্রান্তিক খরচ রেখা। AR এবং MR হলাে গড় আয় ও প্রান্তিক আয় রেখা। SMC রেখা MR রেখাকে E বিন্দুতে নিচের দিক থেকে ছেদ করেছে। সুতরাং E হলাে ভারসাম্য বিন্দু যেথায় ভারসাম্য উৎপাদনের পরিমাণ হচ্ছে OM । OM উৎপাদন স্তরে প্রান্তিক খরচ=প্রান্তিক আয় = ME, ভারসাম্য উৎপাদন স্ত রে দাম হচ্ছে OP(=MS) এবং গড় খরচ হচ্ছে OH(=MT)। ফলে একক প্রতি মুনাফার পরিমাণ PH(ST) এবং মােট মুনাফার পরিমাণ PSTH। এক্ষেত্রে ফার্মটি অস্বাভাবিক মুনাফা অর্জন করছে। উল্লেখ্য যে, পূর্ণপ্রতিযােগিতার বাজারে P=MR=MC; কিন্তু একচেটিয়া বাজারে MC=MR<P। একচেটিয়া কারবারী স্বল্পকালীন সময়ে সর্বদা অস্বাভাবিক মুনাফা অর্জন করে এমন নয়, সে স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে বা লােকসান দিয়ে এ ব্যবসা চালাতে পারে। লােকসানের পরিমাণ মােট স্থির খরচের চেয়ে কম হলে স্বল্পকালীন সময়ে ফার্ম উৎপাদন চালিয়ে যাবে। তৰে লােকসান মােট স্থির খরচের বেশি হলে উৎপাদন বন্ধ করে দেবে। এক্ষেত্রে একচেটিয়া কারবারীর সিদ্ধান্ত প্রতিযােগিতামূলক বাজারের মতই। তবে একচেটিয়া ফার্ম ইচ্ছা করলে বিজ্ঞাপন বা অন্য কোন উপায়ে চাহিদা রেখাকে ডানদিকে সরানাের ব্যবস্থা করে লােকসানের হাত থেকে রক্ষার চেষ্টা করতে পারে বা লােকসানের বােঝা কমাতে পারে।
একচেটিয়া বাজারে ফার্মের স্বাভাবিক মুনাফা অর্জনকারী স্বল্পকালীন ভারসাম্যঃ
চিত্র (১০.১০) এ ফার্মের স্বাভাবিক মুনাফা অর্জনকারী স্বল্পকালীন ভারসাম্য দেখানাে হলাে। চিত্রে OM হলাে ভারসাম্য উৎপাদন স্তর-এ উৎপাদন স্তরে দাম OP যা গড় খরচের সমান। তাই একচেটিয়া কারবারী কেবলমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করছে।
কচেটিয়া কারবারীর লােকসান অবস্থায় স্বল্পকালীন ভারসাম্য
চিত্র (১০.১১) এ একচেটিয়া কারবারীর লােকসান অবস্থায় স্বল্পকালীন ভারসাম্য দেখান হলাে। চিত্রে ভারসাম্যে উৎপাদন স্তর OM। এ উৎপাদন স্তরে দাম (OP) গড় খরচ (OT) এর চেয়ে কম। ফলে ফার্মটি একক প্রতি PT পরিমাণ এবং সর্বমােট PSHT পরিমাণ লােকসান দিয়ে উৎপাদন করছে। উপরােক্ত আলােচনা থেকে দেখা গেল একচেটিয়া কারবারী স্বল্পকালীন সময়ে স্বাভাবিক মুনাফা এবং অস্বাভাবিক মুনাফা দু-ই অর্জন করতে পারে। এমন কি লােকসান দিয়েও উৎপাদন করবে যদি লােকসান মােট স্থির খরচের চেয়ে কম হয়। একচেটিয়া বাজারে ফার্ম দীর্ঘকালীন সময়েও অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে। এ সময়ে ফার্ম কমপক্ষে স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে।
0 Comments