TOP Menu

শ্রমের যােগান রেখা কি? শ্রমের যােগান রেখা কখন পশ্চাগামী হয়?

শ্রমের যােগান রেখা কি? শ্রমের যােগান রেখা কখন পশ্চাগামী হয়?  

 

শ্রমের যােগান রেখাঃ

একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরিতে যে পরিমাণ শ্রমিক কাজ করতে ইচ্ছুক তাকে বলা হয় শ্রমের যােগান। অর্থাৎ প্রচলিত মজুরিতে যে পরিমাণ শ্রমিক পাওয়া যায়। তা হলাে শ্রমের যােগান। মজুরির সাথে শ্রমের যােগানের ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ মজুরি বাড়লে শ্রমের যােগান বাড়ে এবং মজুরি কমলে শ্রমের যােগান কমে।


রেখাচিত্রঃ শ্রমের যােগান চিত্রের সাহায্যে দেখানাে হল


শ্রমের যােগান রেখা


চিত্রে ভূমি অক্ষে শ্রমের যােগান ও লম্ব অক্ষে মজুরি নির্দেশ করে। OW1 মজুরিতে শ্রমের যােগান ON1 পরিমাণ। মজুরি বৃদ্ধি পেয়ে OW2 হলে শ্রমের যােগান হবে ON2 পরিমাণ । মজুরি আরও বৃদ্ধি পেয়ে OW3 হলে শ্রমের যােগান আরও বৃদ্ধি পেয়ে ON3 পরিমাণ হবে। এখন a, b, ও c বিন্দুর সমন্বয়ে পাওয়া যায় SS শ্রমের যােগান রেখা। 


শ্রমের যােগান রেখা কখন পশ্চাগামী হয়ঃ

শ্রমের মজুরি ও যােগান প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত। শ্রমের মজুরি বাড়লে শ্রমের  যােগান বাড়ে এবং মজুরি কমলে শ্রমের যােগান হ্রাস পায়। এমতাবস্থায় শ্রমের যােগান রেখা ডান দিকে উধ্বগামী হয়ে থাকে। কিন্তু উপকরণ বাজারে শ্রমের যােগানের একটা পৃথক বৈশিষ্ট্য আছে, সেটি হচ্ছে শ্রমের যােগান রেখা প্রথমে ডানদিকে উধ্বগামী হয় এবং এর পর ক্রমশ বামদিকে বেঁকে যায়। কারণ হচ্ছে মজুরি বৃদ্ধির পর্যায়ে শ্রমের যােগান বাড়লে ও পরে শ্রমের সরবরাহ হ্রাস পেতে থাকে। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে মজুরি ও যােগানের বৃদ্ধি ধণাত্মক হলে ও পরবর্তীতে এই দুয়ের মধ্যে বিপরীত দেখা দেয়। ফলে শ্রমের যােগান রেখা ডানদিকে উধ্বগামী হয়ে পরবর্তীতে বাম দিকে বেঁকে যায়। এরূপ যােগান রেখায় দেখা যায় মজুরির পরিমাণ বাড়লে ও শ্রমের যেগান কমে যায়। এরূপ শ্রমের যােগান রেখাকে Backward bending Labour Supply Curve বলে।

শ্রমের Backward bending Labour Supply Curve টি চিত্রের সাহায্যে দেখানাে হল

পশ্চাগামী শ্রমের যােগান রেখা


চিত্রে ভূমি অক্ষে শ্রমের যােগান ও লম্ব অক্ষে মজুরি নির্দেশ করে। Ow1 মজুরিতে শ্রমের যােগানের পরিমাণ ON1 মজুরি W2 স্তরে মজুরি বৃদ্ধি পেলে পরিবর্তক প্রভাবের কারণে শ্রমের যােগান বৃদ্ধি পায় N2 পর্যন্ত। কাজেই b বিন্দু পর্যন্ত শ্রমের যােগান রেখা ডানদিকে উর্ধ্বগামী হয়। এখন মজুরি বৃদ্ধি করে w3 করা হলে ও শ্রমের যােগান হাস পায়। এখানে বিশ্রামের ভূমিকা গুরুত্বপূর্ণ। মজুরি বেশী হলেও শ্রমিকের কাছে প্রান্তিক মজুরির আকাঙ্ক্ষা যদি কম হয় এবং বিশ্রামের আকাঙ্ক্ষা যদি বেশী হয়, তবে যােগানের পরিমাণ কমবে। এক্ষেত্রে রেখা স্বাভাবিক অর্থাৎ উধ্বগামী না। পশ্চাৎগামী হয়। 


আমেরিকার মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জে, বার্গ ১৯৬১ সালে “Bacts sloping Labour Supply functions in dual ecocnomics" নামক প্রবন্ধে। আফ্রিকার শ্রমের যােগান রেখার প্রকৃতির উপর মন্তব্য রাখেন। তিনি বলেন শ্রমিকেরা যদি একটি নির্দিষ্ট মজুরিতে সন্তুষ্ট থাকে তবে তাদের বেশী মজুরি দেয়া হলে শ্রমের যােগান কমে যাবে। কারণ সাতদিনের জীবন যাত্রার ব্যয়ের যে অর্থের প্রয়ােজন তা যদি চার দিনেই পাওয়া। যায়, তবে বাকি তিন দিনের শ্রমিকরা কোন পরিশ্রম না করেই অলসভাবে কাটিয়ে দেয়। সুতরাং শ্রমের মজুরি যদি বাড়ানো হয়, তবে মজুরি প্রান্তিক আকাঙ্ক্ষা কমে আসে এবং বিশ্রামের প্রতি আকাঙ্ক্ষা বাড়ে। অর্থাৎ কম মজুরিতে শ্রমিকেরা যে পরিমাণ কাজ করতে প্রস্তুত, বেশী মজুরিতে শ্রমের নিয়ােগ এর ইচ্ছা তার চেয়ে কমে আসে। তাই যােগান রেখা পশ্চাৎমুখী হয়। এ অবস্থায় দেশের অর্থনৈতিক উন্নয়ন বিঘ্নিত হবার আশঙ্কা থাকে।


Post a Comment

0 Comments