আয় প্রভাব বলতে কি বুঝ?
আয় প্রভাব বলতে কি বুঝ?
ভোক্তার ভারসাম্য অবস্থা পরিবর্তন সাপেক্ষ। দ্রব্যের দাম স্থির থেকে আয়ের পরিবর্তনের ফলে ভারসাম্য অবস্থার পরিবর্তন হতে পারে। আবার প্রকৃত আয় স্থির থেকে দুটি দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তন হলে ভারসাম্য অবস্থার পরিবর্তন হতে পারে। এসব ক্ষেত্রে আয় প্রভাব ও পরিবর্তক প্রভাব কার্যকরী ভূমিকা পালন করে।
→ আয় প্রভাবঃ
দুটি পণ্যের দাম স্থির অবস্থায় ভোক্তার আর্থিক আয়ের পরিবর্তনের ফলে ভারসাম্য অবস্থার যে পরিবর্তন হয় তথা ভোগের যে পরিবর্তন হয় তাকে আয় প্রভাব (Income effect) বলে।
পণ্যের দাম ঠিক থাকা অবস্থায় ভোক্তার আর্থিক আয় বাড়লে বাজেট রেখা ডানদিকে সমান্তরাল ভাবে স্থান পরিবর্তন করে। আর্থিক আয় কমলে বাজেট রেখা বাম দিকে সমান্তরালভাবে স্থান পরিবর্তন করে। এর ফলে ভোক্তার ভারসাম্য ও ভোগের পরিবর্তন হয়। এ পরিবর্তনকে আয় প্রভাব বলে।
পরিবর্তক প্রভাব কাকে বলে?
পরিবর্তক প্রভাবঃ
প্রকৃত আয় স্থির থেকে দু'টি দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে দ্রব্য ক্রয়ের মধ্যে যে পরিবর্তন দেখা দেয়, তাই হল পরির্বক প্রভাব। আপেক্ষিকভাবে যে দ্রব্যের দাম কমে তা ভোক্তা বেশি পরিমাণে ক্রয় বা ভোগ করে এবং যে দ্রব্যের দাম বাড়ে তা কম পরিমাণের ক্রয় বা ভোগ করে।
পরিবর্তক প্রভাবের ক্ষেত্রে দুটি দ্রবের আপেক্ষিক দামের পরিবর্তন এমনভাবে ঘটে থাকে যে তার ফলে ভোক্তার অবস্থার কোন উন্নতি বা অবনতি ঘটে না। অর্থাৎ ক্রেতার পরিতৃপি একই রূপ থাকবে।
আয়-প্রভাব ও পরিবর্তক প্রভাবের মধ্যে পার্থক্য নির্ণয় করা হলো।
আয়-প্রভাব ও পরিবর্তক প্রভাবের মধ্যে পার্থক্য
নিচে আয়-প্রভাব ও পরিবর্তক প্রভাবের মধ্যে পার্থক্য আলোচনা করা হল
১। দুটি দ্রব্যের দাম স্থির থেকে ভোক্তার আয়ের পরিবর্তন হলে ভারসাম্য বিন্দুর যে পরিবর্তন হয় অর্থাৎ দুটি দ্রব্যের সংমিশ্রণে ক্রয়ের উপর আয়ের পরিবর্তনের যে প্রভাব পড়ে, তাকেই বলে আয় প্রভাব। অপরপক্ষে, প্রকৃত আয় স্থির থেকে দুটি দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে দ্রব্যের ক্রয়ের মধ্যে যে পরিবর্তন দেখা যায় তাই পবির্তক প্রভাব।
২। আয় প্রভাব ব্যাখ্যা করতে একাধিক নিরপেক্ষ রেখা প্রয়োজন। কিন্তু পরিবর্তক প্রভাব একটিমাত্র নিরপেক্ষ রেখা দ্বারা ব্যাখ্যা করা সম্ভব।
৩। আয় প্রভাবের প্রধানত ভোক্তার আর্থিক আয়ের সাথে সম্পর্কযুক্ত। অপরপক্ষে পরিবর্তক প্রভাব ব্যাখ্যা করতে ভোক্তার আয় বিবেচনা করা হয়।
৪। আয় প্রভাবের ব্যাখ্যা খুবই সহজবোধ্য। কিন্তু পরিবর্তক প্রভাবের ব্যাখ্যা তুলনামূলক ভাবে একটু জটিল।
৫। আয় প্রভাব ব্যাখ্যাকারী চিত্রে বাজেট রেখাগুলো পরস্পর সমান্তরাল। পরিবর্তক প্রভাব ব্যাখ্যাকারী চিত্রে বাজেট রেখাগুলো সমান্তরাল নয়।
0 Comments