নিরপেক্ষ রেখা
নিরপেক্ষ রেখা হল এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে দু'টি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। প্রতিটি সংমিশ্রণ থেকে প্রাপ্ত মোট উপযোগ ভোক্তার নিকট সমান বলে বিবেচিত হয়। ফলে প্রতিটি সংমিশ্রণের প্রতি ভোক্তা নিরপেক্ষ থাকে। এজওয়ার্থ, প্যারেটো, হিক্স, এ্যালেন প্রমুখ অর্থনীতিবিদ ভোক্তার আচরণ ও চাহিদার প্রকৃতি ব্যাখ্যা করার জন্য পর্যায়গত উপযোগ তত্ত্ব বা মার্শালের উপযোগ তত্ত্বের যে বিকল্প ব্যাখ্যা প্রদান করেন তা নিরপেক্ষ রেখা তত্ত্ব নামে পরিচিত। সূচির সাহায্যে প্রকাশ ধরা যাক, দুটি দ্রব্য আপেল এবং কমলালেবু।
এ দুটি দব্যের সমান তৃপ্তিদায়ক কয়েকটি সংমিশ্রণের একটি নিরপেক্ষ সূচি নিচে দেওয়া হলঃ
সংমিশ্রণ | আপেল | কমলা | উপযোগ |
---|---|---|---|
A | 1টি | 5টি | U0 |
B | 2টি | 3টি | U0 |
C | 3টি | 2টি | U0 |
উপরের তালিকা হতে দেখা যাচ্ছে যে, 1টি আপেল এবং 5টি কমলালেবু প্রথম সংমিশ্রণ (A), 2টি আপেল এবং ৩টি কমলালেবু দ্বিতীয় সংমিশ্রণ (B) এবং 3টি আপেল ও 2টি কমলালেবুর তৃতীয় সংমিশ্রণ (C) ভোক্তার নিকট সমান পছন্দসই। উপরের নিরপেক্ষ সূচির বিভিন্ন সংমিশ্রণগুলো রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করলে যে রেখা পাওয়া যায় সেটিই হচ্ছে নিরপেক্ষ রেখা।
রেখাচিত্রের সাহায্যে প্রকাশঃ
চিত্র: নিরপেক্ষ রেখা
চিত্রে OX অক্ষে আপেল এবং OY অক্ষে কমলালেবুর পরিমাণ নির্দেশিত হচ্ছে। A বিন্দু দ্বারা 5টি কমলালেবু ও 1টি আপেলের প্রথম সংমিশ্রণ সূচিত হচ্ছে। অনুরূপভাবে B বিন্দু দ্বারা 2টি কমলালেবু ও 3টি কমলালেবুর দ্বিতীয় সংমিশ্রণ এবং C বিন্দু দ্বারা 3টি আপেল ও 2টি কমলালেবুর তৃতীয় সংমিশ্রণ দেখানো হচ্ছে।
চিত্রের, A, B, C বিন্দুগুলো যোগ করে যে রেখা পাওয়া গেল সেটিই হচ্ছে নিরপেক্ষ রেখা। দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশকারী যে রেখার প্রতিটি বিন্দু সমান উপযোগ নির্দেশ করে সেই রেখাকে 'নিরপেক্ষ রেখা' বলা হয়।
0 Comments