TOP Menu

সামষ্টিক অর্থনীতি পাঠের গুরুত্ব বা প্রয়োজনীয়তা

সামষ্টিক অর্থনীতি পাঠের গুরুত্ব বা প্রয়োজনীয়তা

(Significance of study of Macro Economics or Importance of Macro Economics)


অর্থনীতি বিষয়ের ছাত্রছাত্রী ছাড়াও সমাজবিজ্ঞানের সকল শাখার সাথে জড়িত ছাত্রছাত্রীদের মধ্যে সামষ্টিক অর্থনীতির ধারণা থাকা দরকার। তাছাড়া সমাজ চিন্তাবিদ, রাজনীতিবিদ, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, নীতি নির্ধারক, ব্যাংকার, গবেষক ও পরিকল্পনা প্রণয়নকারীদের নিকট সামষ্টিক অর্থনীতির পাঠ এবং এ বিষয় প্রাথমিক জ্ঞান থাকা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং অর্থনীতির বিভিন্ন সমস্যা এবং সমাধানের ব্যাপারে সামষ্টিক অর্থনীতি শুধু অর্থবহ নয় তা গভীরভাবে গুরুত্বপূর্ণ। সামষ্টিক অর্থনীতির বহুমুখী গুরুত্ব নিয়ে তুলে ধরা হলোঃ

১. ব্যষ্টিক অর্থনীতি বিশ্লেষণে :
সামষ্টিক অর্থনীতি এমন একটি অর্থনীতি যে অর্থনীতি পাঠ না করলে ব্যক্তিক অর্থনীতি সম্বন্ধে কোন স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব নয়। প্রায় অর্থনীতিবিদই স্বীকার করেছেন, সমষ্টিগত দিক পূর্বে বিবেচনা না করে ব্যক্তিগত অর্থনীতির কোন বিধিকে প্রণয়ন করা সম্ভব নয়। তা যদি কখনও প্রণয়ন করা হয় তা হয় অসম্পূর্ণতার দোষে ও বাস্তব না হওয়ার দোষে দুষ্ট। এজন্য সামষ্টিক অর্থনীতির পূর্ণ বিশ্লেষণের জন্য ব্যক্তিক অর্থনীতি জানা প্রয়োজন।

২. অর্থনৈতিক নীতি প্রণয়নে ও বাস্তবায়নে:
বর্তমান কালে ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের অবসানের ফলে অর্থনৈতিক ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ প্রয়োজন হয়ে পড়েছে। অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন সম্পর্কযুক্ত আর্থিক নীতি ও রাজস্বনীতির প্রয়োগ এর সামষ্টিক অর্থনীতির গুরুত্ব অসীম। দেশের বিভিন্ন অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য সরকার যে নীতি প্রণয়ন ও বাস্তবায়নের চেষ্টা করেন তার পিছনে সমষ্টিগত অর্থনীতির ভূমিকা সহজেই চোখে পড়ে।

৩. অর্থনৈতিক উন্নয়ন :
অর্থনৈতিক উন্নয়ন বিশ্লেষণে সামষ্টিক অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দেশের সম্পদকে তথা তথ্য, শ্রম ও মূলধনকে কিভাবে সঠিক উপায়ে নিয়োগ করা যায়, জীবনযাত্রার মান কিভাবে উন্নত করা যায় ও দেশের প্রতিটি ক্ষেত্রের সমন্বয়ে উন্নয়ন করা যায় এসব প্রশ্নের উত্তর কেবলমাত্র সামষ্টিক অর্থনীতির বিশ্লেষণে পাওয়া যায়।

৪. বাণিজ্যিক চক্র:
সময়ের সাথে সম্পর্ক রেখে দেশের উৎপাদন, আয়, নিয়োগ, দামস্তর ইত্যাদি উঠা-নামা করে। তাই বাণিজ্যিক চক্রে সমৃদ্ধি ও মন্দাভাব পরিলক্ষিত হয়। এই সমৃদ্ধি ও মন্দাভাব এর সাথে সমস্যা দেখা দেয়। কাজেই বাণিজ্যিক চক্র নিয়ন্ত্রণ করা তথা অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা খুবই জরুরি। সামষ্টিক অর্থনীতি সম্পর্কে ভালো ধারণা না থাকলে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষে বাণিজ্যিক চক্র বিরোধী নীতি নির্ধারণ করা সম্ভব নয়।

৫. অর্থনৈতিক অবস্থার উত্থান-পতন :
ধনতান্ত্রিক অর্থনীতিতে অস্থিরতা নিত্য দিনের সাথী। আর সামষ্টিক অর্থনীতি এই অস্থিরতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে পারে। কেননা সামগ্রিক ভোগ, সঞ্চয়, বিনিয়োগ ইত্যাদি বিষয় দ্বারা দেশের আয়, উৎপাদন ও নিয়োগ সম্পর্কিত অস্থিরতা ব্যাখ্যা করা যায়। সামষ্টিক অর্থনীতির মাধ্যমে নীতি প্রণয়নের আলোকে এই অস্থিরতা অনেকটা নিরসন করা যায়।

৬. দেশের জাতীয় আয়ের সমীক্ষা:
কোন দেশের জাতীয় আয় ঐ দেশের পরিচয়ের সবচেয়ে উত্তম মাধ্যম হিসেবে বিবেচিত। কোন দেশের জাতীয় আয়ের সমীক্ষা যারা নির্ণীত হয় দেশটি উন্নত না অনুন্নত। সামষ্টিক অর্থনীতির দ্বারা জাতীয় আয়ের সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়। অর্থনীতির গতি-প্রকৃতি জাতীয় আয়ের মাধ্যমে ফুটে উঠে। এই অবস্থায় সামষ্টিক অর্থনীতির গুরুত্ব অপরিসীম।

৭. আর্থিক ও রাজস্বনীতি:
অর্থনৈতিক সমস্যার সমাধানে আধুনিক কালে রাজস্বনীতি এবং আর্থিক নীতি প্রয়োগ ও বাস্তবায়নে পৃথিবীব্যাপী স্বীকৃত। কিন্তু এসব নীতিমালা যথাযথভাবে গ্রহণ করতে না পারলে তথা নীতিমালা গ্রহণ ও প্রয়োগে ভুল থাকলে তা সুফলের পরিবর্তে কুফল ডেকে আনবে। সমস্যাকে আরো গভীর থেকে গভীরতর করে। কাজেই আর্থিক ও রাজস্বনীতি সম্পর্কে যথাযথ ধারণা লাভ করতে হলে সামষ্টিক অর্থনীতির কোন বিকল্প নেই।

৮. সরকারি নীতি নির্ধারণে:
দেশের অবকাঠামোগত দুর্বলতা, ব্যবস্থাপনার অদক্ষতা, প্রশাসনিক অযোগ্যতা এবং সর্বোপরি রাজনৈতিক বিশৃঙ্খলা অর্থনৈতিক উন্নয়নের পথে প্রধান অন্তরায়। অর্থনৈতিক কর্মকাণ্ডকে সঠিকভাবে নেতৃত্ব দেয়ার দায়িত্ব তাই এসব দেশের সরকার ও সরকারের সাথে সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের উপর বর্তায়। সঠিক পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নের মাধ্যমেই এসব দেশের উন্নয়ন সম্ভব। তাই উন্নয়নশীল দেশে বিশেষ করে সরকারের নীতি নির্ধারণী মহলের সামষ্টিক অর্থনৈতিক জ্ঞান থাকা আবশ্যক। সামষ্টিক অর্থনীতি একজন ছাত্রছাত্রী তথা একজন পাঠককে সমগ্র অর্থনীতির সমস্যা সম্পর্কে জানতে সহায়তা করে। তা সমাধানের পথনির্দেশ করতে হলে সামষ্টিক অর্থনীতি পাঠ করা খুবই দরকার।


 

Post a Comment

0 Comments