TOP Menu

কর্পোরেট অর্থায়ন অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী (PDF)

বিষয়: অর্থায়ন
অধ্যায়: কর্পোরেট অর্থায়ন
অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী


১. Finance বা অর্থায়ন কি?

উত্তর : বিস্তৃত অর্থে অর্থ সংগ্রহ এবং তার যথাযথ ব্যপস্থাপন সংক্রান্ত যাবতীয় কাজকে অর্থায়ন বলে।

২. Finance শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? 

উত্তর : Finance ল্যাটিন শব্দ Fines থেকে।

৩. Corporate Finance কি?

উত্তর :- কোন কর্পোরেশনের যাবতীয় অর্থ সংক্রান্ত কার্যাবলীকে Corporate Finance বলে।

৪. Corporate Finance এর হাতিয়ার কী কী? 

উত্তর :
১. আর্থিক বিবরণী বিশ্লেষণ 
২. বর্তমান মূল্য পদ্ধত্তি
৩. অপশন মূল্যায়ণ এবং
৪. ঝুঁকি এবং আয়।

৫। সংকীর্ণ অর্থে Finance কি?

উত্তর : সংকির্ণ অর্থে অর্থ সংগ্রহ করাকে Finance বলে।

৬। বিস্তৃত অর্থে Finance কি?

উত্তর :- বিস্তৃত অর্থে অর্থ সংগ্রহ করাকে এবং তার যথাযথ ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কাজকে অর্থায়ন বা Finance বলে।


পিডিএফ ডাউনলোড করুন..

৭। কর্পোরেট সিদ্ধান্ত গুলো কি কি? 

উত্তর :-
১। অর্থায়ন সিদ্ধান্ত 
২। বিনিয়োগ সিদ্ধান্ত ও 
৩। লভ্যাংশ সিদ্ধান্ত।

৮। করপোরেশন কি?

উত্তর :- Corporation বলতে একটি কৃত্রিম সত্তাকে বোঝায় যা আইনের দ্বারা স্বীকৃত এবং যার একটি
নিজেস্ব নাম ও সীলমোহর রয়েছে। তাছাড়া যার দায়গুলো সীমিত এবং শেয়ার সুনির্দিষ্ট মূল্যের হস্তান্তর যোগ্য হিসেবে বিভক্ত।

৯। মূলধন বাজার কি?

উত্তর :- দীর্ঘমেয়াদী মূল ধনের চাহিদা যোগান সম্বলিত বাজারকে মূলধন বাজার বলে।

১০। মুদ্রা বাজার কি?

উত্তর :- সল্প মেয়াদী মূলধনের চাহিদা যোগান সম্বলিত বাজারকে মুদ্রা বাজার বা অর্থবাজার বলে।

১১। মূলধন কাঠামো কি?

উত্তর :- শেয়ার মূলধন ও ঋণ মূলধনের সংমিশ্রন হলো মূলধন কাঠামো ।

১২। Agency ইস্যু কি?

উত্তর :- যে কোন প্রতিষ্ঠানে মালিক ও ব্যবস্থাপকের কাজ ও মনোভাবের মধ্যে ভিন্নতা পরিলক্ষিত হতে পারে। এরুপ পরিস্থিতিতে মালিক ও ব্যবস্থাপকের উদ্দেশ্য যদি একই পথে পরিচালিত হয় তাহলে যে দ্বন্দেও সৃষ্টি হয় তাকে Agency ইস্যু বলে।

১৩। Agency theory কত সালে প্রকাশ করা হয়?

উত্তর :- ১৯৭৮ সালে।

১৪। Agency ইস্যু কত প্রকার ?

উত্তর :- Agency ইস্যু দুই প্রকার, যথা :
১। শেয়ারহোল্ডার বনাম পাওনাদার এবং 
২। ব্যবস্থাপনা বনাম স্বত্ত্বাধিকার।

১৫। Agency সমস্যা কত প্রকার ও কি কি ? 

উত্তর : Agency সমস্যা দুই প্রকার যথা-
১. ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্যা 
২। স্বত্বাধিকার সংক্রান্ত সমস্যা।

১৬। আর্থিক বাজার কি?

উত্তর :- অর্থিক বাজার বলতে এমন একটি বাজার ব্যবস্থাপনাকে বোঝানো হয় যেখানে তহবিলের সংগ্রহকারী ও যোগানদানকারী সরাসরি বা প্রত্যক্ষভাবে লেনদেন বা বিনিময় কাজ করতে পারে।


১৭। আর্থিক ব্যবস্থাপনা কি?

উত্তর : কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করা এবং তার যথাযথ ব্যবহারের সাথে সম্পর্কিত সার্বিক তত্ত্বাবধানকে আর্থিক ব্যবস্থাপনা বলে।

কর্পোরেট অর্থায়ন


Post a Comment

0 Comments