TOP Menu

অর্থনীতির সংজ্ঞা ও বিষয়বস্তু অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নাবলী

অর্থনীতির সংজ্ঞা ও বিষয়বস্তু
অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি


অর্থনীতি কি? 

উত্তর : অর্থনীতি এমন একটি সামাজিক বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনের কার্যাবলি নিয়ে আলোচনা করে।

অর্থনৈতিক ব্যবস্থা কী?

উত্তর : সামাজিক ও আইনগত রীতি-নীতির প্রাতিষ্ঠানিক কাঠামোকে অর্থনৈতিক ব্যবস্থা বলে।

অর্থনীতির জনক কে? অথবা, অর্থশাস্ত্রের জনক কে? 

উত্তর : ক্ল্যাসিক্যাল অর্থনীতিবিদ এ্যাডাম স্মিথ।

আধুনিক অর্থনীতির জনক কে? 

উত্তর : অর্থনীতিবিদ স্যামুয়েলসন।

ব্যষ্টিক অর্থনীতি কি?

উত্তর : অর্থনীতির যে শাখায় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা সম্পর্কে পৃথক পৃথকভাবে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। 

MICRO কোন গ্রিক শব্দ থেকে এসেছে?

উত্তর : MICRO 'mikross' গ্রিক শব্দ থেকে এসেছে?

অর্থনীতিতে অদৃশ্য হাত কি?

উত্তর : অর্থ ব্যবস্থায় বাজারে চাহিদা যোগান অপেক্ষা বেশি হলে দাম বৃদ্ধি পাবে এবং চাহিদা যোগান অপেক্ষা কম হলে দাম হ্রাস পাবে। দামের এই উঠানামাকে Adam Smith অদৃশ্য হাত বলেছেন । 

বাংলাদেশের অর্থনীতি কোন ধরনের?

উত্তর : বাংলাদেশের অর্থনীতি মিশ্র অর্থব্যবস্থা।

প্রতিনিধি অর্থায়ন কি?

উত্তর : এজেন্ট বা প্রতিনিধির সমস্যা সমাধানের জন্য যে অর্থ সংগ্রহ করা হয় তাকে প্রতিনিধি অর্থায়ন বলে ।

Laissez- Faire কী?

উত্তর : Laissez-Faire এর অর্থ হলো ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। অর্থাৎ ব্যক্তির স্বাধীনভাবে কাজ করাকে Laissez Faire বলে।

অর্থনীতির যমজ ধারণাদ্বয় কি?

উত্তর : অর্থনীতির যমজ ধারণাদ্বয় হচ্ছে দুষ্প্রাপ্যতা এবং দক্ষতা।

উৎপাদন সম্ভাবনা রেখা কি?

উত্তর : উৎপাদন সম্ভাবনা রেখা হল এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। 

অর্থনীতি সম্পর্কে নিম্নের উক্তিটি কে করেছেন, অর্থনীতি হলো একটি সম্পদের বিজ্ঞান এবং যাহা জাতিসমূহের সম্পদের কারণ ও প্রকৃতি সমূহ অনুসন্ধান করে?

উত্তর : উক্তিটি করেছেন অর্থনীতির জনক এডাম স্মিথ (Adam Smith). 

এডাম স্মিথের রচিত বিখ্যাত গ্রন্থখানির নাম কি?

উত্তর : (ওয়েলথ অফ নেশন) An Inquiry into the nature and causes of the Wealth of Nations.

অর্থনীতির মৌলিক সমস্যা কয়টি ও কি কি? অথবা, মানুষের মৌলিক অর্থনেতিক সমস্যা কয়টি ও কি কি? 

উত্তর : ৩টি। যথা- 
কি কি উৎপাদন করতে হবে; 
কিভাবে উৎপাদন করতে হবে; 
কার জন্যে উৎপাদন করতে হবে।

দুপ্রাপ্যতা বলতে কি বুঝ?

উত্তর : সম্পদের স্বল্পতা কিংবা অপ্রাচুর্যতাকে দুষ্প্রাপ্যতা বলে। অর্থাৎ মানুষ তাদের অভাব পূরণের জন্য যে পরিমাণ দ্রব্য ও সেবা ভোগ করতে চায় তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত হলে তাকে দুষ্প্রাপ্যতা বলে।

অর্থনৈতিক দক্ষতা কি?

উত্তর : জনগণের প্রয়োজন বা অভাব অসীম এই অভাব মেটানোর জন্য সীমিত সম্পদকে কতটা দক্ষতার সাথে সর্বোত্তমভাবে ব্যবহার করা যায় তাকে অর্থনৈতিক দক্ষতা বলে।

ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কী?

উত্তর : যে অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ ব্যতিত অবাধ দাম ব্যবস্থার মাধ্যমে বাজার পরিচালিত হয়, তাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলে।

ইসলামী অর্থনীতির ধারণা দাও ।

উত্তর : যে অর্থনৈতিক ব্যবস্থায় ব্যবসা বাণিজ্য সহ সকল অর্থনৈতিক কার্যাবলি সুদ মুক্ত থেকে, মুনাফার ভিত্তিতে অর্থনৈতিক কর্মকান্ড পরিচালিত হয়, সেই অর্থব্যবস্থা বা অর্থনীতিকে বলা হয় ইসলামী অর্থনীতি।

সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অর্থনীতি


Post a Comment

0 Comments