শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ সাংবাদিক দের সাথে আলাপ কালে এক প্রশ্নের জবাবে বলেন। আপনারা ইতিমধ্যে সার্জিস আলম ভাইয়ের পোস্ট দেখেছেন। সেখানে সে ইতিমধ্যে পরিষ্কার করে বলেছেন যে, আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গঠনতন্ত্র যেটি আছে সেটি সংশোধন করা হয়েছে। যাতে আমরা অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে এবং কার্যকর ভাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর যে সেবাগুলি আছে সেগুলো আহত ও শহীদ পরিবারের কাছে পৌঁছে দিতে পারি। সেই পরিপ্রেক্ষিতেই আমাদের গঠনতন্ত্র অনুযায়ী তিনটি বডি গঠন করা হয়েছে।
প্রথমটি হলো গভর্নিং বডি;
দ্বিতীয়টি হল এক্সিকিউটিভ বডি;
তৃতীয়টি হল সাধারণ পরিষদ বডি;
গভর্নিং বডিতে ডঃ মুহাম্মদ ইউনুস স্যার সহ আমাদের যারা উপদেষ্টা মহোদয়েরা আছেন তারা গভর্নিং বডির সদস্য। তারা আমাদেরকে বিভিন্ন রকম দিকনির্দেশনা দিবে আমাদের কাজকে এক্সিকিউট করার জন্য। স্নিগ্ধ বলেন আর এক্সিকিউটিভ কমিটির হেড অর্থাৎ সিইও হিসেবে আমি আছি। মাঠে যে কাজগুলো বাস্তবায়ন করা দরকার সেগুলোর হেড হিসেবে আমি মাঠে সেগুলো বাস্তবায়ন করব। সে ক্ষেত্রে এই যে গঠনতন্ত্র আপডেট করা হয়েছে তার ফলে জেনারেল সেক্রেটারির যে পদটি সেই পদটির এখন আর কোন প্রয়োজন নেই। সার্জিস ভাই অন্যান্য কাজেও যেহেতু ব্যস্ত রয়েছেন তাই তিনি নিজে থেকেই বলেছেন জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদক পদটির যেহেতু এখন আর দরকার নেই তাই আমাদের ফাউন্ডেশনের কাজকে আরো গতিশীল করার জন্য গভর্নিং বডি ও এক্সিকিউটিভ বডির উপর দায়িত্ব ন্যস্ত করে তিনি তার সাধারণ সম্পাদক পদের দায়িত্ব ছেড়ে দিয়েছেন।
0 Comments