বাজেট কাকে বলে ?

বাজেট
বাজেট কাকে বলে ?

কোন নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে সরকারের সম্ভাব্য আয়-ব্যয়ের হিসাবকে 'বাজেট' বলা হয়। এটা সরকারের এক বছরের সম্ভাব্য আয় ও ব্যয়ের একটি লিখিত হিসাব। প্রত্যেক বছরের শুরুতে সরকার তার সম্ভাব্য আয় ও ব্যয়ের একটি লিখিত হিসাব। প্রত্যেক বছরের শুরুতে সরকার তার সম্ভাব্য আয় ও ব্যয়ের তথ্য সংবলিত একটি বিবরণী প্রণয়ন করে। এ বিবরণীর এক দিকে সরকারের সম্ভাব্য আয়ের উৎস' এবং অন্য দিকে সরকারের সম্ভাব্য ব্যয়ের খাতগুলো দেখানো হয়। কোন্ উৎস হতে কি পরিমাণ আয় হবে তা আয়ের খাতে দেখানো হয়। অপরপক্ষে, কোন্ খাতে কি পরিমাণ অর্থ ব্যয় করা হবে তা ব্যয়ের খাতে দেখানো হয়। 

সুতরাং কোন নির্দিষ্ট বছরে সরকার কোন্ কোন্ উৎস হতে কি পরিমাণ রাজস্ব সংগ্রহ করবে এবং বোন্ কোন্ খাতে কি পরিমাণ অর্থ ব্যয় করবে তার বিস্তারিত হিসাবকে 'বাজেট' বলা হয়। যদি কোন আর্থিক বছরের আয় ও ব্যয়ের পরিমাণ সমান হয় তা হলে তাকে সমতাপ্রাপ্ত বা ভারসাম্য বাজেট বলা হয়। যদি আয় অপেক্ষা ব্যয় বেশি হয় তাহলে তাকে 'ঘাটতি বাজেট' বলা হয়। আবার ব্যয় অপেক্ষা আয় বেশি হলে তাকে 'উদ্বৃত্ত বাজেট' বলা হয়।


Post a Comment

0 Comments