বাজেটকে সাধারণত দু' ভাগে ভাগ করা হয়; যথা-
(১) রাজস্ব বাজেট
(২) মূলধন বাজেট বা উন্নয়ন বাজেট।
(১) রাজস্ব বাজেট (Revenue budget): যে বাজেটে সরকারের দৈনন্দিন আয়-ব্যয়ের হিসাব দেখানো হয় তাকে রাজস্ব বাজেট বলা হয়। সাধারণত প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর এবং বিভিন্ন প্রকার শুল্ক হতে রাজস্ব বাজেটের আয় আসে। যেমন-আমদানি-রপ্তানি শুল্ক, আবগারি শুল্ক, আয়কর, বিক্রয় কর, ভূমি রাজস্ব, প্রমোদ কর প্রভৃতি হল রাজস্ব বাজেটের আয়ের প্রধান উৎস। রাজস্ব বাজেটের এ আয় সাধারণ প্রতিরক্ষা, বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ বিভাগ, শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি খাতে ব্যয় করা হয়।
(২) মূলধনী বাজেট বা উন্নয়ন বাজেট (Capital budget or development budget): যে বাজেটে সরকারের উন্নয়নমূলক কাজের আয়-ব্যয়ের হিসাব দেখানো হয় তাকে মূলধনী বাজেট বা উন্নয়ন বাজেট বলা হয়। সরকার প্রতি বছর দেশের জন্য উন্নয়ন কর্মসূচী প্রণয়ন করেন এবং তার সম্ভাব্য ব্যয়ের পরিমাণ নির্ধারণ করেন। অতঃপর কোন কোন্ উৎস হতে উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ সংগৃহীত হবে তা উন্নয়ন বাজেটের আয়ের খাতে উল্লেখ করা হয়। সুতরাং দেশের উন্নয়ন কর্মসূচীর ব্যয়ের খাত আয়ের উৎস সংবলিত বিবরণীকে মূলধনী বাজেট বা উন্নয়ন বাজেট বলা হয়।
0 Comments