রাজস্ব বাজেট ও মূলধন বাজেটের মধ্যে পার্থক্য

বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের বাজেটকে সাধারণত দু' ভাগে বিভক্ত করা হয়; যথা-(১) রাজস্ব বাজেট, (২) মূলধন বাজেট বা উন্নয়ন বাজেট।


রাজস্ব বাজেট মূলধন বাজেটের
Difference between Revenue Budget and Capital Budget


(১) রাজস্ব বাজেট (Revenue budget) : 

যে বাজেটে সরকারের দৈনন্দিন বা চলতি আয়-ব্যয়ের হিসাব দেখানো হয় তাকে রাজস্ব বাজেট (revenue budget) বলা হয়। রাজস্ব বাজেটের দুটি খাত থাকে। যেমন-(১) আয়ের খাত, (২) ব্যয়ের খাত। আয়ের খাতে সরকারের সম্ভাব্য রাজস্ব আয়ের পরিমাণ এবং কোন্ কোন্‌ উৎস হতে এ আয় পাওয়া যাবে তার উল্লেখ থাকে। অনুরূপভাবে, ব্যয়ের খাতে সরকারের সম্ভাব্য রাজস্ব ব্যয়ের পরিমাণ এবং কোন্ কোন্ খাতে এ ব্যয় করা হবে তার উল্লেখ থাকে। সাধারণত প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর এবং নানাপ্রকার শুল্ক হতে রাজস্ব বাজেটের আয় আসে। যেমন-আয়কর, বিক্রয় কর, আমদানি-রপ্তানি শুল্ক, আবগারি শুল্ক, প্রমোদ কর, সম্পত্তি কর, স্ট্যাম্প, রেজিস্ট্রেশন ফী প্রভৃতি উৎস হতে রাজস্ব বাজেটের আয় সংগৃহীত হয়। আবার, রাজস্ব বাজেটের এ আয় বেসামরিক প্রশাসন, প্রতিরক্ষা, পুলিশ বিভাগ, বিচার ও কারাগার, শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি খাতে ব্যয় করা হয়।


(২) মূলধন বাজেট বা উন্নয়ন বাজেট (Capital budget or development budget): 

যে বাজেটে সরকারের উন্নয়নমূলক কাজের আয়-ব্যয়ের হিসাব দেখানো হয় তাকে মূলধন বাজেট বা উন্নয়ন বাজেট বলা হয়। সরকার প্রতি বছর দেশের উন্নয়নের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচী প্রণয়ন করেন এবং তার সম্ভাব্য ব্যয়ের পরিমাণ নির্ধারণ করেন। অতঃপর কোন্ কোন্ উৎস হতে উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ সংগৃহীত হবে তা উন্নয়ন বাজেটে আয়ের খাতে উল্লেখ করা হয়। সুতরাং দেশের উন্নয়নমূলক কর্মসূচীর ব্যয়ের ও আয়ের উৎস সংবলিত বিবরণীকে 'মূলধন বাজেট' বা 'উন্নয়ন বাজেট' বলা হয়।


বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস হতে উন্নয়ন বাজেটের অর্থ সংস্থান করা হয়। অভ্যন্তরীণ উৎসের মধ্যে রাজস্ব উদ্বৃত্ত, অতিরিক্ত কর ধার্য, নীট মূলধনী আয়, ঘাটতি ব্যয়, বেসরকারী সঞ্চয় প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়া, উন্নয়ন বাজেট বরাদ্দের একটি উল্লেখযোগ্য অংশ বৈদেশিক ঋণ ও সাহায্যের মাধ্যমে সংগৃহীত হয়। বাংলাদেশের মূলধন বাজেট বা উন্নয়ন বাজেটের বেশির ভাগ অর্থই বৈদেশিক ঋণ ও সাহায্যের মাধ্যমে সংগৃহীত হয়। বর্তমানে আমাদের দেশে মূলধন বাজেট বা উন্নয়ন বাজেটের শতকরা প্রায় ৬০ থেকে ৭০ ভাগ অর্থই বৈদেশিক ঋণ ও সাহায্যের মাধ্যমে সংগৃহীত হয় এবং বাকি শতকরা ৩০ থেকে ৪০ ভাগ অর্থ অভ্যন্তরীণ সম্পদ থেকে যোগান দেয়া হয়। সুতরাং কোন দেশের উন্নয়নমূলক কর্মসূচীর ব্যয়ের খাত ও আয়ের উৎস সংবলিত বিবরণীকে উন্নয়ন বাজেট বা মূলধন বাজেট বলা হয়।

Post a Comment

0 Comments